চট্টগ্রাম শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় দু-পক্ষের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
নুরুল হক

চলাচলের পথ নিয়ে বিরোধ

পটিয়ায় দু-পক্ষের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

পটিয়া সংবাদদাতা

৩০ মে, ২০২৫ | ৬:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় একটি চলাচলের পথ ও বসতভিটে নিয়ে বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে নুরুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জলিলুর রহমান ফকিরের বাড়ির মৃত নুরুল আবছারের ছেলে। এ ঘটনায় অন্তত ৬-৮ জন নারী পুরুষ আহত হয়।

 

শুক্রবার (৩০ মে) দুপুর ১২টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সেলিম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, চলাচলের পথ ও বসতভিটে নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুক্রবার সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে নুরুল হক নামের এক বৃদ্ধ মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছেলে জামাল উদ্দিন জানান, বসতভিটার জায়গার বাড়াবাড়ি নিয়ে প্রতিবেশী ফজলুল হক, সেলিম হকরা আমার পিতাকে লোহার রড, কিরিচ ও গাছের বাটাম দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার চাই।

 

মোহাম্মদ এমরান নামের প্রতিপক্ষের এক ব্যক্তি জানান, সার্বজনীন একটি চলাচলের পথ নিয়ে বিরোধকে কেন্দ্র করে আমাদের চাচাতো ভাই জসিম ও কামালদের মধ্যে মারামারির ঘটনায় মাথায় আঘাত পেয়ে কামালের বাবা নিহত হন।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, এ ঘটনায় সেলিম নামের একজন আটক আছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট