চট্টগ্রাম বুধবার, ২৫ জুন, ২০২৫

আনোয়ারায় অস্ত্র বিক্রির সময় আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আনোয়ারা সংবাদদাতা

২৯ মে, ২০২৫ | ১১:০১ অপরাহ্ণ

আনোয়ারায় অস্ত্র কারবারির সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম (৫৫) ও মীর হোসেন মিয়াকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার সদরস্থ আনোয়ারা উপজেলা টু ইছামতি সড়কের নুরজাহান ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম উপজেলার ৭নং সদর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ইছামতি সড়ক এলাকার মৃত মুফিজুর রহমান প্রকাশ নাগুমিয়ার পুত্র।

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের বিষয়ে জানতে পেরে সকাল সাড়ে ০৭টার দিকে ইছামতি সড়কের সন্দেহযুক্ত স্থানে একটি সবুজ রংয়ের সিএনজি এসে দাড়ালে সিএনজির চালক সহ ২জনকে আটক করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য মতে সিএনজির পিছনে বিশেষ কায়দায় সংরক্ষিত ০৪টি এলজি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এসময় সিএনজিসহ নজরুল ইসলামের হেফাজত হতে ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম আটককৃত নজরুল ইসলাম, মীর হোসেন মিয়া ও পলাতক আসাসী আসামী বেলাল হোছাইন, সরোয়ার প্রকাশ সোনাইয়া’দের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,আটকের পর তাদের প্রথমে আনোয়ারা থানায় আনা হয়। পরবর্তীতে এখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

পূর্বকোণ/সুমন/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট