চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে দিঘিতে বিষ ঢেলে ২৫ লাখ টাকার মাছ নিধন

মিরসরাইয়ে দিঘিতে বিষ ঢেলে ২৫ লাখ টাকার মাছ নিধন

মিরসরাই সংবাদদাতা

২৯ মে, ২০২৫ | ৫:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী এলাকায় স্থানীয় ইউপি সদস্য রহিম উদ্দিন মুক্তারের মাছ চাষের দিঘিতে এই ঘটনা ঘটেছে। 

মৎস্যচাষী রহিম উদ্দিন মুক্তার বলেন, আমি দীর্ঘ সময় প্রবাসে ছিলাম। ২০১৪ সালে দেশে ফিরে মাছ চাষের সাথে জড়িত হই। এলাকায় এক একর ৭০ শতক দিঘি বন্ধক নিয়ে রুই, পাঙাস, মৃগেল, ব্রিকেট, শিং, কার্প জাতীয় ও মিশ্র মাছ চাষ করে আসছি। আজ ভোর ৫টায় আমার বড় ভাই যখন দিঘিটি ঘুরে আসেন তখনও সব ঠিকঠাক ছিল। সকাল ৬টায় স্থানীয় আবুল কাশেম আমাকে ফোন করে জানান, দিঘির মাছগুলো মরে ভেসে উঠছে। দৌড়ে গিয়ে দেখি মরে সব মাছ ভাসছে। শত্রুতাবশত কে বা কারা বিষাক্ত বিষ ঢেলে দিয়েছে। 

তিনি আরো বলেন, দিঘিতে প্রায় ১৩ টন মাছ ছিল। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। খাদ্যের দোকানে টাকা বকেয়া, ১২ লাখ টাকা ব্যাংক ঋণ রয়েছে। কীভাবে পরিশোধ করবো বুঝতে পারছিনা। আমার সব শেষ হয়ে গেছে। 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম জানান, ইছাখালীতে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি অবগত নই। তারপরও আমি খোঁজ খবর নিয়ে দেখছি। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট