টেকনাফে তিনদিন ব্যাপী ভূমি মেলায় অর্ধ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আয় হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ভূমি বিষয়ক জ্ঞান অর্জনে উৎসাহিত করার জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা ভূমি সংক্রান্ত বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জনে সক্ষম হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে (২৮ মে) টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, টেকনাফ ভূমি দপ্তর কর্তৃক আয়োজিত ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে ২৫-২৭ মে তিনদিন ব্যাপী ভূমি সংক্রান্ত সকল সেবা এবং ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক সভা, সেবা বুথ স্টল করার মধ্য দিয়ে নাগরিকগণের ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ও ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। এছাড়া এ তিনদিন গণশুনানির আয়োজন করা হয়। মেলায় নাগরিকদের তাৎক্ষণিক নামজারি খতিয়ান প্রদান, মিসকেস শুনানি করে সংশোধিত খতিয়ান প্রদান করা হয়।
তিনদিনের মেলায় ৩৭৭টি দাখিলার বিপরীতে সাধারণ খাতে ৭ লাখ ২৭ হাজার ৭৭ টাকা এবং সংস্থা খাতে ৩৯ লাখ ৪৫ হাজার ১২৯ টাকা সর্বমোট ৪৬ লাখ ৭২ হাজার ২০৬ টাকা ভূমি উন্নয়ন কর আদায়সহ ১৫টি নামজারি নিষ্পত্তি করা হয়। এছাড়া শিক্ষার্থীদের ভূমি বিষয়ক জ্ঞান অর্জনে উৎসাহিত করার জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা ভূমি সংক্রান্ত বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জনে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ