চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

২৮ মে, ২০২৫ | ১১:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে ওয়াজিহা জান্নাত আয়াত নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়াত স্থানীয় তৈয়বুল করিমের একমাত্র মেয়ে।

 

বুধবার (২৮ মে) বিকেল ৩টায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এরশাদ আলী সরকার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশুটি। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট