চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

পণ্যের মান যাচাইয়ে অভিযান: আনোয়ারায় সাড়ে ২২ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পণ্যের মান যাচাইয়ে অভিযান: আনোয়ারায় সাড়ে ২২ হাজার টাকা জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

২৮ মে, ২০২৫ | ১১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী ও জয়কালী বাজারে পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ মামলায় সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৮ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে জয়কালী বাজারে ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, জয়কালী বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে এসিল্যান্ডের নেতৃত্বে চাতরী চৌমুহনী বাজারে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ মামলায় সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট