সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি সত্যের বিজয়, জালিমের পরাজয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান।
বুধবার (২৮ মে) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় শোকরানা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৪ বছর কারা প্রকোস্টে দিনযাপন করেছেন। ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার প্রিয় নেতা আজ মুক্ত আকাশে নিচে। তিনি আজ স্বাধীন। তার এ মুক্তি মজলুমের বিজয়, জালিমের পরাজয়। এটিএম আজহার ভাইকে আমরা আমাদের মাঝে ফিরে পেয়েছি। অথচ আরও অনেক নেতৃবৃন্দকে মিথ্যা রায়ের মাধ্যমে জুডিশিয়াল কিলিং করে হত্যা করেছে। আজ তাদের শাহাদাতের মর্যাদা কামনা করে দোয়া করছি। তাদের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে দ্বীনকে বিজয় করা আমাদের দৃঢ় অঙ্গিকার। নেতৃবৃন্দের হত্যার সাথে যারাই সংশ্লিষ্ট তাদের বিচার এ জমিনেই হওয়া উচিত। যেন আর কোন ফ্যাসিস্ট এভাবে নাটক সাজিয়ে কাউকে হত্যা করতে না পারে।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ছাত্রজনতার বিপ্লবের ফলে ন্যায় বিচার করা সম্ভব হয়েছে। অতীতের বিচারক ফ্যাসিস্ট সরকারের নতজানু হয়ে একের পর এক জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে নেতৃবৃন্দকে হত্যা করেছে। আমরা এর বিচার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সমর্পন করলাম। তিনি এর যথোপযুক্ত বিচার করবেন। তিনি কুরআনে ঘোষণা করেছেন, সত্য সমাগত, মিথ্যার অপসৃত, মিথ্যার পতন অবশ্যাম্ভাবী। আগামীতে জাতিকে আর কোন মিথ্যা ও অন্যায় বিচারের মুখোমুখি যেন হতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আজহার ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার উপর করা জুলুমের বিচার দুনিয়া ও আখেরাতে নিশ্চয়ই করবেন। তার মতো ধৈর্যবান ব্যক্তিকে জীবন্ত শহীদ হিসেবে আল্লাহ কবুল করুক, সেই প্রার্থনাই করছি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ