চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

বোয়ালখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা
কর্মশালায় বিদেশ ফেরত রবিউল আলম ও শামীমা আকতারকে আর্থিক সহায়তার চেক প্রদান

বোয়ালখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

বোয়ালখালী সংবাদদাতা

২৮ মে, ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধার দেনা করে বা শেষ সম্বল বিক্রি করে অনেকে বিদেশ যান। পেশাগত ও ভাষাগত প্রশিক্ষণ না থাকায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। ফলে ক্ষতিগ্রস্ত হতে হয় আর্থিক-মানসিকভাবে। এছাড়া দালালের মাধ্যমেও অনেকে বিদেশে পাড়ি জমাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সচেতন হয়ে ও প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে বিদেশে যেতে হবে। দক্ষ হয়ে সঠিক পথে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ব্র্যাকসহ বিভিন্ন সংস্থা নিরাপদ অভিবাসনের জন্য কাজ করছে।

 

ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর নুরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুফিয়ান সিদ্দিকী, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, সাংবাদিক সিরাজুল ইসলাম, অধীর বড়ুয়া, প্রভাষ চক্রবর্তী, নন্দিতা বসু, ইউপি সদস্য কুমকুম চৌধুরী, মিজানুর রহমান, নিলু আকতার, রুনা চৌধুরী প্রমুখ।

 

কর্মশালায় বিদেশ ফেরত রবিউল আলম ও শামীমা আকতারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর নুরুল ইসলাম। এ সময় বিদেশ যাবার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট-ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, বিদেশে আটক ব্যক্তিকে ফেরৎ আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক ব্যবসায়িক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন তারা।

 

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট