চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় আঘাতের চিহ্ন
ফাইল ছবি

সন্দ্বীপে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব সংবাদদাতা

২৮ মে, ২০২৫ | ২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে মিনারা বেগম (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের সুরমান পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।

 

নিহত মিনারা বেগম (৩২) ওই বাড়ির আলমগীর হোসেন (৪৫)’র স্ত্রী।

 

পুলিশ জানায়, মিনারা বেগমের গলায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

 

সন্দ্বীপ থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, নিহতের গলায় মোটা ও গভীর ক্ষতচিহ্ন রয়েছে। যা সন্দেহজনক মৃত্যুর ইঙ্গিত দেয়। ঘটনাটি হত্যা বলে মনে হওয়ায় আমরা তদন্ত শুরু করেছি।

 

তবে নিহতের পরিবারের অভিযোগ- মিনারা বেগমের ব্যবহৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

 

পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট