চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীর ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত গ্রেপ্তার
শওকত আলম শওকত

হাটহাজারীর ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

২৭ মে, ২০২৫ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত আলম শওকতকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৭ মে) বিকেলে থানা পুলিশ সাদা পোষাকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আটকের বিষয়টি রাত ৮টার দিকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথ।

 

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান শওকত আলম উক্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হিম্মত মুহুরী বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং চট্টগ্রাম উওর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান শওকত আলমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

প্রসঙ্গত, বিগত ২০২২ সালের ১৫ জুন হাটহাজারী উপজেলাতে স্থগিত থাকা ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত আলম নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট