চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

গ্যাসের দাম ৯ টাকা বেশি রাখায় মাশুল গুণলেন ৫ হাজার টাকা
জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত

গ্যাসের দাম ৯ টাকা বেশি রাখায় মাশুল গুণলেন ৫ হাজার টাকা

কক্সবাজার সংবাদদাতা

২৭ মে, ২০২৫ | ৮:০৩ অপরাহ্ণ

মাত্র ৯ টাকা বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা গুনতে হল কক্সবাজার শহরের এক গ্যাস সিলিন্ডার বিক্রেতাকে। দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য যেখানে ১৪৩১ টাকা, সেখানে ১৪৪০ টাকায় বিক্রি করার অভিযোগে ‘হাবিব এন্ড ব্রাদার্স’ নামের ওই দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ওজনে কারচুপির দায়ে আরও একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ মে) কক্সবাজার শহরের বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকানে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এলপিজি সিলিন্ডারের সঠিক ওজন নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় বন্ধে এই তদারকি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

অভিযানের নেতৃত্ব দেওয়া বিএসটিআইয়ের সহকারী পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক জানান, আমরা বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়েছি। এর মধ্যে প্রাথমিকভাবে তিনটি দোকানে গ্যাসের ওজন সঠিক পাওয়া গেছে। তবে একটি দোকানে ওজনে তারতম্য ধরা পড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মল্লিক আরও বলেন, এরপর হাবিব এন্ড ব্রাদার্স নামের আরেকটি দোকানে পণ্যের বিক্রয়মূল্য ও দ্রব্যমূল্যের তালিকায় থাকা মূল্যের মধ্যে সুস্পষ্ট তারতম্য খুঁজে পাওয়া যায়। তারা নির্ধারিত মূল্যের চেয়ে ৯ টাকা বেশি রাখছিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট