টেকনাফ পৌরসভার কর আদায় সংক্রান্ত আলোচনা সভা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে টেকনাফ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।
সভায় পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা এবং কর বিষয়ে আলোচনা করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় রুদ্র, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আব্দুল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা জসীম উদ্দীন।
উপস্থিত পৌর নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সাংবাদিক মো. আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন ভুলু প্রমুখ।
বৈঠক শেষে টেকনাফ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, পৌরসভা একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। যা পৌর নাগরিকদের কর নিয়ে সেবা কার্যক্রম ও উন্নয়ন কাজ চালায়। পৌরসভার অধিক বকেয়া কর রয়েছে এমন ব্যক্তিগণকে আমন্ত্রণপূর্বক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে:
সকল পৌরবাসীর জন্য আগামী মাসের ২৫ জুন পর্যন্ত বকেয়া কর ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে। যাদের কর এক লাখ টাকার বেশি তারা রিএসেসমেন্টের আবেদন করে ৩ কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে ১৫ শতাংশ বিশেষ ছাড় পেতে প্রথম কিস্তি ২৫ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। ইতোমধ্যে পৌরসভার ব্যবসায়ীগণ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গানো শুরু করেছেন এবং জনমনে সাড়া পড়েছে। অন্যান্য ইউনিয়নের বাজার গুলোতেও এই পদ্ধতি অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে নির্দেশনা দেওয়া হবে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ