চট্টগ্রামের ফটিকছড়িতে লোকমান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রমজান আলীকে ২৯ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। রমজান আলী ফটিকছড়ির কাঞ্চনপুর ইউনিয়নের মৃত নরুল আলম সওদাগরের ছেলে।
মঙ্গলবার (২৭ মে) ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর অলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. রমজানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, র্যাব আসামি রমজানকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ