চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডের সিমনী শিপ ইয়ার্ড: পাইপ ও জেনারেটর কম দরে বিক্রি না করায় দুর্বৃত্তের হুমকি

সীতাকুণ্ডের সিমনী শিপ ইয়ার্ড: পাইপ ও জেনারেটর কম দরে বিক্রি না করায় দুর্বৃত্তের হুমকি

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৫ | ২:০৬ অপরাহ্ণ

ইচ্ছেমতো দরে জাহাজের পুরোনো পাইপ ও জেনারেটর কিনতে না পেরে সীতাকুণ্ডের সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ইয়ার্ডের মালামাল বিক্রিতে বাধা সৃষ্টি ও রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। গত ২০ মে এই অভিযোগে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করেছেন সিমনী শিপ ইয়ার্ডের ম্যানেজার মো. ইসমাইল দুলাল (৪৭)। চারজনের নাম উল্লেখ করে জিডি করেছেন তিনি।

অভিযুক্তরা হলেন, সীতাকুণ্ডের ৯নং ভাটিয়ারী বিএমএ’র পশ্চিম গেট এলাকার আছু মাঝি বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. কায়সার আলম (৫৭), একই এলাকার জানে উল্লাহ মুন্সির বাড়ির মৃত খাইরুল বশরের ছেলে মো. ফরিদুল আলম (৫৬). একই বাড়ির মৃত সামশুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৫৭) ও মৃত নুরুল ইসলাম প্রকাশ ইসলাম ফকিরের ছেলে মো. কায়সার আলম (৪৮)।

জিডিতে উল্লেখ করা হয়েছে, উপরিউক্ত চারজন ভাটিয়ারীর সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এসে জাহাজের পাইপ ও জেনারেটর কেনার জন্য দরদাম করে। দরদামে বনিবনা না হওয়ায় তাদের কাছে পাইপ ও জেনারেটর বিক্রিতে অস্বীকৃতি জানান সিমনী শিপ ইয়ার্ডের কর্মকর্তারা। বিবাদীদের ইচ্ছেমতো দামে পাইপ ও জেনারেটর বিক্রি না করায় বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। এছাড়া সিমনী শিপ ইয়ার্ডের মালামাল কীভাবে অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে তা দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি ইয়ার্ডের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট