চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

লামায় বিয়ের আশ্বাসে ধর্ষণ, ১০ মাস পর গ্রেপ্তার
লামায় গ্রেপ্তার দুইজন

লামায় বিয়ের আশ্বাসে ধর্ষণ, ১০ মাস পর গ্রেপ্তার

লামা-আলীকদম সংবাদদাতা

২৬ মে, ২০২৫ | ৮:১৩ অপরাহ্ণ

লামার আজিজনগর থেকে ধর্ষণ ও সিআর মামলার পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে প্রেরণ করে।

 

থানা সূত্রে জানা যায়, আজিজনগরের আমির আলীর ছেলে মো. আব্দুর রহিম গতবছরের ৩০ জুলাই একই এলাকার এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। পরে ওই নারীর সাথে সম্পর্ক অস্বীকার করে খালাতো বোনকে বিয়ে করে সংসার পাতেন। এই ঘটনায় ধর্ষিতা নারী বান্দরবানের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশ করেন।

 

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১)/৩০, ধারায় মামলা নিয়ে ধর্ষককে ধরতে ওয়ারেন্ট ইস্যু করেন। ধর্ষক আদালতে ধরা না দিয়ে পালিয়ে বেড়ায়। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় ২৫ মে বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

উল্লেখ্য, অতি সম্প্রতি আব্দুর রহিমের লালসার শিকার ওই নারীর গর্ভে একটি সন্তান জন্ম নেয়। আব্দুর রহিম এই শিশুটির জন্মদাতা বলে নারীর দাবি।

 

রবিবার (২৫ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই নুরুজ্জামান ও এএসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকা থেকে পলাতক আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন।

 

অপরদিকে সিআর ৫৭৪/২৪ মামলার আরেক পলাতক আসামি আবুল কালামকে লামার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার টুনু মিয়ার ছেলে। গ্রেপ্তারদেরকে সোমবার বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়।

 

 

পূর্বকোণ/রফিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট