চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাস উল্টে আহত জামান উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজি দীঘির পাড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামান উদ্দিন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গাবরুল এলাকার তবিবুর রহমানের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মেদ বলেন, নীলফামারী থেকে মাইজভাণ্ডার দরবার শরীফের ভক্তরা একটি মাইক্রোযোগে বারৈয়ারঢালা সড়ক দিয়ে ফটিকছড়িতে প্রবেশ করে। ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলা গাজীর দীঘিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত জামান উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মৃত্যুবরণ করেন জামান উদ্দিন।
পূর্বকোণ/মুন্না/জেইউ/এএইচ