কক্সবাজারের টেকনাফে ২০ রাউন্ড গুলিসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার গ্রামের মৃত হোছন আলীর ছেলে মো. সেলিম (৩৭) এবং তার স্ত্রী রাজিয়া আক্তার পুতুনি (৩০)।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টায় হ্নীলা ইউপির চৌধুরী পাড়া অশোক বৌদ্ধ বিহারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, হ্নীলা চৌধুরী পাড়া অশোক বৌদ্ধ বিহারের সামনে গতকাল রাতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয়। এসময় একটি সিএনজি অটোরিকশাকে সন্দে হলে তল্লাশির জন্য থামাতে সংকেত দেয়া হয়। পরে সেই সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় ওই দম্পতির কাছ থেকে ১০ রাউন্ড করে ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা ওই অটোরিকশা (রেজি.নং- কক্সবাজার থ ১১-৭৫৭৬) করে রঙ্গিখালী থেকে মিনাবাজার যাচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০ রাউন্ড গুলি রবি নামে এক ব্যক্তি কাছে থেকে সংগ্রহ করে আলম নামে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর