চট্টগ্রাম শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ফারুক (৫৩) ও চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আকবর হায়দার (৪৩)।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। করে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, দু’জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই তাদের সোর্পদ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট