চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর পথে

কক্সবাজার প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২৪ | ২:৫৮ অপরাহ্ণ

কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যটকদের আনা নেওয়ার জন্য নতুন রুট খোলার পথ প্রশস্ত হলো। কক্সবাজার জেলা প্রশাসন কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটকবাহী জাহাজ ‘কেয়ারি সিন্দাবাদ’ কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে চলাচলের জন্য অনুমতি পেয়েছে।

আগে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন করা হতো। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষের কারণে নাফ নদী অনিরাপদ হয়ে পড়ায় এই রুটে যাতায়াত বন্ধ হয়ে যায়। নতুন এই রুট খোলার ফলে পর্যটকরা আরও সহজে সেন্ট মার্টিন যেতে পারবেন বলে আশাবাদী কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহ আলম।

জানা গেছে, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষের কারণে নাফ নদী দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াতের সময় একাধিকবার বাংলাদেশি নৌযান লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুট অনিরাপদ হয়ে পড়েছে। ফলে, কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আগে টেকনাফ, ইনানী ও চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে বিলাসবহুল ১২টি পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তা উদ্বেগের কারণে নতুন এই রুটটি খোলা হয়েছে।

উল্লেখ্য, সেন্ট মার্টিনের পর্যটন ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছে। গত ১৯ নভেম্বর সাবরীনা রহমান স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে টেকনাফ ও কক্সবাজার সদরের ইউএনও, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। এই কমিটি সেন্ট মার্টিনে পর্যটকদের আনা-নেওয়া, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং দ্বীপটির সামগ্রিক উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

সেন্ট মার্টিনের পর্যটন ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য সরকারের গঠিত কমিটি আগামী বুধবার (২৭ নভেম্বর) বৈঠক করে জাহাজ চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এই নতুন রুট খোলার ফলে পর্যটকরা আরও সহজে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। তবে, সেন্ট মার্টিনে পর্যটকদের সংখ্যা নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট