চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে গ্রাম পুলিশ আহত

হাটহাজারী সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৪ | ৩:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীত ছিপাতলী ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নুর উদ্দিন নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন। এসময় একটি গরুও আহত হয়েছে কুকুরের কামড়ে।

 

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ছিপাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

আহত নুর উদ্দিন জানান, সকালে ছিপাতলী ইউনিয়ন পরিষদে ডিউটিতে যাওযার পথে একটি পাগলা কুকুর হঠাৎ তার বাম পায়ে কামড় দেয়। এসময় তার চিৎকারে উপস্থিত লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্নি চাকমা জানান, আঘাত গুরুতর হওয়ায় আহত নুরুদ্দিনকে চট্টগ্রামের ফৌজদারহাট বিশেষায়িত হাসাপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর কামড়ের ভ্যাকসিন না থাকায় পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন প্রদান করা হয় তাকে।

 

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু বলেন, নুর উদ্দিন নামে এক চৌকিদারকে পাগলা কুকুর কামড়ে গুরুতর আহত করেছে।

 

হাটহাজারী সরকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো.আবু রায়হান বলেন, কুকুরের কামড়ে আহত চৌকিদারকে পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট