চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

ফার্নিচার কারখানায় মজুদ ৬০০ বস্তা অবৈধ চিনি আটক

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৪ | ৭:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার একটি ফার্নিচার কারখানায় মজুদকৃত ৬০০ বস্তা   অবৈধ চিনি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিক মো. আ. রব্বানকে (৪৫) আটক করা হয়। শনিবার (২৭ এপ্রিল)  দুপুর  ১টার সময় এক কিলোমিটারের নাফিজ গলিতে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

 

আটক মো. আ. রব্বান রাউজান উপজেলার পূর্ব কুচুখাইন এলাকার মৃত ফজল আহম্মেদের ছেলে।

 

মজুদকৃত চিনি ভারতীয় বলে জেলা কৃষি বিপনন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের নিশ্চিত করেছেন। এ সময় কারখানার মালিক চিনি ক্রয়ের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মজুদকৃত চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরানো হয়েছে। পরবর্তী আইনানুগ নিষ্পত্তি পর্যন্ত জব্দকৃত চিনির নিরাপত্তা বিধানের জন্য চান্দগাঁও থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট