চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

এশিয়া কাপ: সুপার ফোরের শেষ ম্যাচ আজ

ভারতকে হারানোর অর্জন নিয়ে ফিরতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১:১২ অপরাহ্ণ

এশিয়ার ‘বিশ্বকাপ’-এ শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে পাকিস্তান ও শ্রীলংকায় গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলংকার কাছে হার দিয়ে শুরুর পর আফগানদের হারিয়ে সুপার ফোর-এ জায়গা করে নিলেও পরের ম্যাচগুলোতে টাইগাররা টের পেয়েছে বাস্তবতার। কথামালা কিংবা মাঠের বাইরে সরবতা সব নয়, অর্জনের জন্য সেরাটা দিতে হয় মাঠেই। মাঠের কাজটা যথাযথ হয়নি বলে ‘প্রায়’ শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে সাকিব আল হাসানদের। সুপার ফোরের শেষ ম্যাচে আজ সুচি’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাংলাদেশ দল মুখোমুখি হবে ভারতের।

 

আজ ভারতকে হারিয়ে দিতে পারলে ‘শ্রেষ্ঠ’ হতে না পারলেও কিছু অর্জনের তৃপ্তি নিয়ে ফিরতে পারবে টাইগাররা। নিয়মরক্ষার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩.৩০টায়, জিটিভির সাথে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

 

আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি ভারতের জন্যও নিয়মরক্ষার। স্বাভাবিকভাবেই এমন ম্যাচে দলের মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখে বেঞ্চের পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবে রোহিত শর্মার দল। অন্যদিকে, ফাইনালে উঠতে না পারলেও খালি হাতে দেশে ফিরতে চাইবে না বাংলাদেশ। বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে ভারত পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করায় জয়ের একটা সুযোগ থাকতে পারে  বাংলাদেশের সামনে। দু’দলের মধ্যকার সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে ঘরের মাঠে ভারতকে তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। যা ছিল ভারতের বিপক্ষে টাইগারদের টানা দ্বিতীয় সিরিজ জয়। হতাশাজনক বিষয় হচ্ছে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্কাপে ছাড়া দেশের বাইরে ভারতকে কখনওই হারাতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়।

 

পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে ১৪ ম্যাচের দেখায় মাত্র ১টিতে জয় ও ১৩টিতে হেরেছে বাংলাদেশ। ২০১২ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় রচিত হয়েছিলো। সুপার ফোরে শ্রীলংকার কাছে হারের পর দেশে ফিরেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দ্বিতীয়বারের মত সন্তনসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মুশফিক দেশে ফিরলেও, ব্যক্তিগত কারনে দেশে ফিরেন সাকিব। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব। কিন্তু স্ত্রী এবং নবজাতক কন্যার পাশে থাকতে ছুটির মেয়াদ বাড়িয়েছেন মুশফিক। এতে দলের ইনফর্ম ব্যাটার মুশফিককে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। তার জায়গায় এনামুল হক বিজয়কে একাদশে দেখা যেতে পারে। শ্রীলংকার কাছে হারের পর তিন দিন হোটেলে সময় কাটিয়েছে বাংলাদেশ। জিমে ঘাম ঝড়িয়ে এবং হোটেলে নিজেদের খুঁটিনাটি সমস্যা নিয়ে বিভিন্ন সেশন কাটিয়েছে খেলোয়াড়রা।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন