চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

তামিমের অবসরে ‘শকড’ বিদেশি গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক

৭ জুলাই, ২০২৩ | ১১:৪৬ পূর্বাহ্ণ

হঠাৎ অবসরের ঘোষণায় পুরো ক্রিকেট বিশ্বকেই যেন চমকে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে শুরু করে আইসিসি’র দপ্তর পর্যন্ত শিরোনামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার।

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের বিদায়ে বিবৃতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে তারা বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এমন প্রস্থান দলের জন্য ধাক্কা বলে উল্লেখ করেছে। একইসঙ্গে ওয়েবসাইটের ওই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের করা সেঞ্চুরির ভিডিও।

 

তামিমকে তার বর্ণিল ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ। ক্রিকেটের মক্কাখ্যাত এই ভেন্যুর অনার্স বোর্ডে এই বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে। ২০১০ সালে ওই ভেন্যুতে তামিম ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই ভিডিও আপলোড করে তামিমকে স্মরণ করেছে তারা।

 

টাইগার ওপেনারকে নিয়ে সরব দেখা গেছে প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমকে। তাদের বেশিরভাগই তামিমের এমন সিদ্ধান্তকে ‘শকড’ বলে উল্লেখ করেছে।

 

ভারতীয় গণমাধ্যমের মধ্যে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকাসহ বেশকিছু সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তামিম। ক্রিকবাজ এবং ইসপিএন ক্রিকইনফোও বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসর ইস্যুকে বাড়তি ফোকাস করেছে।

 

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক নিয়েও আলোচনা করা হয়েছে। এমনকি তামিম স্বেচ্ছায় অবসর নিলেন নাকি এর পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে সংবাদমাধ্যমটি।

 

তামিমের বিদায়কে কেন্দ্র করে সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার এবং নাট্য-পরিচালক আশফাক নিপুনের মন্তব্য সংযুক্ত প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্কাই স্পোর্টস।

 

এছাড়া মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, পাকিস্তানের সংবাদমাধ্যম জিওসুপার টিভিসহ আরও অসংখ্য গণমাধ্যমে তামিমের আচমকা অবসরের খবর ওঠে এসেছে।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট