চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাপায় একসঙ্গে ৮ প্রেসিডিয়াম সদস্য

১০ মে, ২০১৯ | ১২:৪০ অপরাহ্ণ

দলের আট নেতাকে একসাথে প্রেসিডিয়াম সদস্য করলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রে ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
নতুন আট প্রেসিডিয়াম সদস্য হলেন— সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আকতার এমপি, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি, আব্দুস সাত্তার মিয়া, সাবেক ছাত্রনেতা আলমগীর সিকদার লোটন, ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ ও এমরান হোসেন মিয়া।
এদিকে,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) থেকে নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা দলের শীর্ষ নেতৃত্বের অযোগ্যতার প্রতিবাদে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে সুযোগসন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির সাধারণ কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে চলছেন। তিনি আরও বলেন, পার্টির বর্তমান নেতৃত্বের ওপর আমার আস্থা নেই। এরশাদের অসুস্থ অবস্থায় একটি মহল পার্টির ভেতর যেভাবে প্রমোশন দিচ্ছে তা মেনে নেওয়া যায় না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট