চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সর্বশেষ:

ইউনিসেফের সতর্কতার তাগিদ

গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৪ | ১১:৫৮ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের শিশুরা ‘অতি উচ্চ ঝুঁকিতে’ রয়েছে উল্লেখ করে তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তাগিদ দেয় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশজুড়ে দুঃসহ তাপপ্রবাহ বিরাজ করছে। সারাদেশে এই অসহনীয় তামপাত্রায় শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন।

 

ইউনিসেফের ২০২১ সালের শিশুদের জন্য জলবায়ু ঝুঁকিসূচক (সিসিআরআই) অনুযায়ী, বাংলাদেশে শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ রয়েছে। বলা বাহূল্য, এপ্রিল বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। গত কয়েক বছর ধরে গড় তাপমাত্রা বাড়ছে। আগের চেয়ে আরো উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। এ বছর দেশের বড় অংশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে মৃত্যুর খবরও আসছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকার ২৭ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে।

 

তাপপ্রবাহের বিষয়টি তুলে ধরে ইউনিসেফ তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে, বিশেষ করে নবজাতক, সদ্যোজাত ও অল্পবয়সী শিশুদের জন্য। হিটস্ট্রোক ও পানিশূন্যতাজনিত ডায়রিয়ার মতো, উচ্চ তাপমাত্রার প্রভাবে সৃষ্ট অসুস্থতায় এই বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে। এই পরিস্থিতিতে ইউনিসেফ বাবা-মায়েদের প্রতি তাদের সন্তানদের পানিশূন্যতা থেকে রক্ষা ও নিরাপদ রাখার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট