প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আজ থেকে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। সেটাপ ও যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এর মাধ্যমে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে।
এসময় তিনি বলেন, স্টারলিংকের প্রতিটি ডিভাইসের উপর আমরা ট্যাক্স আরোপ করবো।
পূর্বকোণ/এএইচ