চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

হুগলির গঙ্গায় ডুবে আছে বাংলাদেশি জাহাজ

অনলাইন ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৫ | ৪:৫৬ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া এলাকার গঙ্গা নদীতে বাংলাদেশি একটি ছাইবোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। ইতোমধ্যে জাহাজটিকে পানি থেকে তোলার জন্য উদ্ধারকাজ শুরু হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের উদ্ধারকাজ শেষ করে মেরামত করে তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ডুবন্ত জাহাজটির নাম “এডি বছিরউদ্দিন কাজি”। এটি ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের (বিটিপিএস) ছাইগাদা থেকে ছাই নিয়ে ফিরছিল। সেখান থেকে দেশে ফেরার পথে হঠাত জাহাজে পানি ঢুকতে শুরু করে। ফলে একদিকে কাত হয়ে পড়ে জাহাজটি। এক সময় চালকের কেবিন বাদে পুরো জাহাজটিই পানিতে ডুবে যায়।

স্থানীয়রা আরও জানান, এখন গঙ্গায় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ ভেসে উঠেছে। জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। উদ্ধারকাজের জন্য উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে।

উদ্ধারকারী শ্রমিকরা জানিয়েছেন, জাহাজের সব ছাই খালি করতে এখনও সপ্তাহখানেক লেগে যেতে পারে। এরপর জাহাজ মেরামত শেষে বাংলাদেশে ফিরতে পারে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট