পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের দায়ে আবারও তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, নদিয়া জেলার হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। সেই অভিযানে দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে থাকা তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ভারতীয় দালাল চক্রের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল। এদের জিজ্ঞাসাবাদে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত থাকা শরিফুল মন্ডল নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, বাংলাদেশি নাগরিকদের নাম, অভি মিয়া, সুজ্জল মিয়া ও তানিয়া আক্তার। শুক্রবার ধৃত চারজনকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। তবে তিন বাংলাদেশি কীভাবে ভারতের প্রবেশ করেছিল এবং তাদের সঙ্গে আরও বাংলাদেশি রয়েছেন কিনা তা তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই বাংলাদেশিদের গ্রেপ্তার করছে রানাঘাট পুলিশ জেলা। পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের। ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীরা প্রবেশ করলেও পুলিশের চোখে ধুলো দিয়ে বেশিদিন গা ঢাকা দিয়ে থাকতে পারছে না। ফলে প্রতিদিনই একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে এমন অনুপ্রবেশকারীদের।
পূর্বকোণ/আরআর/পারভেজ