চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৪ | ৩:১০ অপরাহ্ণ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে।

 

সোমবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেয়া হয়েছে, রাজনৈতিক কারণে নয়।

 

গতমাসে প্রশিক্ষণরত ৫৯ জন উপপরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদেরকে এই নোটিশ দেয়া হয়।

 

২১ অক্টোবর পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (এডমিন এন্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে ১০ জনকে এবং ২৪ অক্টোবর আরেক চিঠিতে ৪৯ জনকে শোকজ করা হয়। এর আগে একাডেমিতে প্রশিক্ষণরত উপপরিদর্শকদের (এসআই) ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়।

 

উল্লেখ্য, ২০২৩ সালে এসআই পদে নিয়োগের জন্য ৮২৩ জনকে চূড়ান্ত করে প্রশিক্ষণের জন্য পুলিশ একাডেমিতে পাঠানো হয়। ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষে এই মাসে তাদেরকে পদায়নের কথা ছিল।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট