চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

জাতীয় যুব দিবস আজ

অনলাইন ডেস্ক

১ নভেম্বর, ২০২৪ | ১২:৩৪ অপরাহ্ণ

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ শুক্রবার (১ নভেম্বর) রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুবদিবস-২০২৪। দিবসটি উপলক্ষে এবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

 

জাতীয় যুবদিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এদিকে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে দিবসটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

অন্যদিকে, শুক্রবার সকালে রাজধানীর ত্রিমোহনিতে ‘রামপুরা খাল ও জিরানী খাল’ পরিচ্ছন্নকরণ অভিযানের উদ্বোধন করা হয়।

 

উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে ১৭টি পুরস্কার দেবে মন্ত্রণালয়।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট