আওয়ামী লীগ থেকে এমপি হয়ে শপথ নিলেন, কেমন লাগছে? প্রশ্নের জবাবে ব্যারিস্টার শাহজাহান ওমর বললেন, আরে আমি-তো পুরনো জয় বাংলার লোক, মুক্তিযোদ্ধা। নাথিং নিউ।
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তাকে প্রশ্ন করা হয়েছিল, সংসদে আপনার ভূমিকা কী হবে এবং কতটা সমন্বয় করে কাজ করতে পারবেন? জবাবে বলেন, আপনারা-তো জানেন আমি ব্যারিস্টার, কীভাবে কথা বলতে হয়, আই নো ইট। আপনারা দেখবেন, ভালো কথা বলবো।
চব্বিশের ভোটে নির্বাচিত হওয়া নিয়ে সে সময় তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি বললেন, আমি-তো নির্বাচিত ১৯৭৯ সাল থেকে। বিএনপি থেকে চারবার নির্বাচিত হয়েছি। বিএনপি তিনবার নির্বাচন করেনি। এবার নেত্রী আমাকে ডেকেছে। তার ডাকে সাড়া দিয়ে নির্বাচন করেছি। প্রতিক্রিয়া ইজ নাথিং নিউ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ