সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে আগামীকাল বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। আজ একদিনের সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষ হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, পরবর্তী কর্মসূচি বুধবার ঘোষণা করা হবে।
রিজভী বলেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ