চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

দেশের মানুষ ভোট চুরি করলে মেনে নেয় না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১২ আগস্ট, ২০২৩ | ৮:২২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী বলেছেন, বেগম জিয়া পদত্যাগ করেছিল ভোট চুরির অপরাধে। দেশের মানুষ ভোট চুরি করলে মেনে নেয় না।

ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক দিতে চায়নি বিএনপি, এখন কেনো আন্দোলন? কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমন প্রশ্নও করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে কমিটির বৈঠক থেকে তিনি এ প্রশ্ন করেছেন।

 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তির সম্পর্ক নেই। কারণ লুটেরাদের সঙ্গে কেউ থাকে না।

 

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা কি জবাব দেবে, কেনো রাজনীতির নামে হত্যাযজ্ঞ চালিয়েছিল?

 

বিএনপির আমলে দেশের সর্বস্তরের মানুষ অত্যাচারিত, নির্যাতিত ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি নেতারা) মানুষকে যে নির্যাতন করেছে, সেগুলো কী মানুষ ভুলে যাবে এত তাড়াতাড়ি? এসব কেনো করেছিল এসবের জবাব আমি চাই বিএনপির কাছে৷ যাতের হাতে রক্তের দাগ তারা কোন গণতন্ত্র দেবে?

 

তিনি বলেন, আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। খালেদা জিয়াসহ বিএনপির সব নেতাদেরই আমার প্রশ্ন, সংসদীয় গণতন্ত্র চেয়েছিলাম আমরা। সেটা তো তারাই চায়নি। এখন কী বলবে তারা? তখন খালেদা জিয়া বলেছিল যে, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। বিএনপির নেতাদের বলছি, তারা কী সেই পাগল আর শিশু কী খুঁজে পেয়েছে? 

 

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে সরানোই নাকি বিএনপির একদফা আন্দোলন। দেশবাসীর কাছে আমার প্রশ্ন, কী অপরাধ আওয়ামী লীগের?

 

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, প্রত্যেকটা খাতকে কেনো তারা পিছিয়ে নিয়েছিল, এর জবাব কী বিএনপি দেবে?

 

তিনি বলেন, তারা ক্ষমতায় থেকে শুধু লুটপাট করেছে, দেশের মানুষকে কিছু দেয়নি। লুটপাট ছাড়া তারা এতো টাকা কোথায় পেলো। এসবের জবাব মানুষের কাছে তাদেরকে দিতে হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট