চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সর্বশেষ:

২৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২৩ | ৯:৪৩ অপরাহ্ণ

যশোর সীমান্ত থেকে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ২৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, বিভিন্ন প্রকার মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, সাপের বিষ, আনাগ্রা, ভায়াগ্রা ও সেনেগ্রা। বুধবার দুপুরে ৪৯ বিজিবির যশোর সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক মেজর মো. সেলিমুদ্দোজা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ মিয়া প্রমুখ।

বিজিবি খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বলেন, মাদকাসক্তের কারণে একটি সমাজ, দেশ ও জাতি ধ্বংস হয়। তাই বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা গত ২০১৭ সালের পহেলা মে থেকে চলতি বছরের পহেলা মে পর্যন্ত ৬ বছরে বিপুল পরিমাণ জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়। তিনি বলেন, ধ্বংসকরা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।

সেক্টর কমান্ডার বলেন, ধ্বংসকৃত মাদকদ্রব্য হলো- ফেন্সিডিল ৭৫ হাজার ৫ বোতল, বিভিন্ন প্রকার মদ ৫ হাজার ৫১৩ বোতল, গাঁজা এক হাজার ৭০৩ কেজি, হিরোইন সাত হাজার ৯৮২ কেজি, ইয়াবা ট্যবলেট ২১ হাজার ৫ পিস, ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ৬৯ হাজার ৫০ পিস, বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট তিন হাজার ৭ পিস, সিরাপ-১ ও সাপের বিষ এক পাউন্ড।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট