চট্টগ্রাম শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বান্দরবানে আবারও তৎপরতা বেড়েছে ‘কুকি চিন’ সন্ত্রাসীদের

বান্দরবান সংবাদদাতা

২৭ জুন, ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়ি এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএন-এর তৎপরতা আবারও বেড়েছে। সন্ত্রাসীরা বেশ কয়েকটি পাড়ার সংযোগ সড়ক কেটে ফেলেছে এবং বিভিন্ন স্থানে বিস্ফোরক আইইডি স্থাপন করে রেখেছে। যার ফলে বন্ধ হয়ে গেছে রনিন পাড়াসহ কয়েকটি পাড়ায় যানবাহন চলাচল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। তবে এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন থেকে কেএনএফ এর সশস্ত্র সদস্যরা রোয়াংছড়ির দুর্নিবার পাড়া, কেপলং পাড়া, রনিন পাড়া সংযোগকারী রাস্তার উপর বড় গর্ত তৈরি করে এবং বিষ্ফোরক আইইডি পুঁতে রেখে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে আশেপাশের পাড়া থেকে চলতি মৌসুমের আম সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

রোয়াংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী জানান, রনিন পাড়া এলাকায় রাস্তায় বড় গর্ত করে সংযোগ বিচ্ছিন্ন করার খবর পেয়েছি আমরা। ওই এলাকার বেশ কয়েকটি পাড়ায় এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ভোগের শিকার এলাকার লোকজনকে কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এলাকার যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সজাগ রয়েছে।

 

উপজেলা চেয়ারম্যান চহাই মং জানিয়েছেন, এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জুম চাষীরা বিপাকে পড়েছেন। তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসতে পারছেন না। এ অবস্থা চলতে থাকলে এলাকায় খাদ্য সংকট বাড়বে।

 

এদিকে নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সশস্ত্র সদস্যরা এলাকায় আবারও তৎপর হয়ে উঠেছে। তবে এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তায় অভিযান ও টহল দুটোই বাড়ানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট