চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সর্বশেষ:

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক

২৭ জুন, ২০২৩ | ১২:০০ অপরাহ্ণ

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, গাড়ি বিকল ও দফায় দফায় টোল আদায় বন্ধের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আট কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) ভোর থেকে সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজট লেগেছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানিয়েছেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত সড়কে মঙ্গলবার ভোর রাত থেকে যানবাহন ধীর গতিতে চলছে।

২৯ জুন ঈদ ঘিরে এবার বুধ থেকে শুক্রবার তিন দিন ছুটি। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ওই তিন দিনের সঙ্গে মঙ্গলবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে সোমবার অফিস ছুটির পরই ঈদযাত্রার মূল চাপ শুরু হয়েছে।

ওসি জাহিদ হাসান জানান, রাতের প্রথম ভাগ ভালো কাটলেও মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুই বার সংঘর্ষ ও এক বার গাড়ি বিকল হয়। এতে রাত তিনটার পর ১০ থেকে ১২ মিনিট, ভোর ৪টার পর প্রায় এক ঘন্টা এবং ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গে পৌঁছানোর এই পথে থেমে থেমে যানজট তৈরি হয়। পরিবার নিয়ে যারা ঈদ করতে বাড়ির পথ ধরেছেন, যানজটে গাড়ি আটকে থাকায় তাদের পড়তে হয় ভোগান্তিতে। 

 

ওসি বলেন, “আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

 

গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার পথ চার লেইনের হলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক দুই লেনের হওয়ায় মহাসড়কের এই অংশে ঈদের সময় যানজটের আশঙ্কা আগে থেকেই ছিল।

 

চার লেইনের এক পাশে দুই লেইন থেকে এক লেইনে গাড়ি ঢুকতে গিয়ে নিত্যদিনই ধীরগতির জটিলতা তৈরি হয়।মঙ্গলবার সকাল থেকে ঈদযাত্রায় গাড়ির স্রোত বাড়লে সেই ধীরগতিই বড় যানজটের কারণ হতে পারে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট