চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

গ্রেপ্তার হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়?

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২৩ | ১:০৭ অপরাহ্ণ

ভারতজুড়ে সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্তের গতি বেড়েছে। রাজ্যে রাজ্যে অভিযান চালাচ্ছে দেশটির কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি, আয়কর দপ্তর। জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার শঙ্কা, গ্রেপ্তার হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক দুর্নীতির মামলার সূত্রে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা চোখে পড়ার মতো। এ পরিস্থিতিতে বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

 

জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রী বললেন, ‘‘লোকসভা ভোটের আগে বিজেপি এজেন্সি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, তেজস্বী যাদবের মতো বিরোধীদের নেতাদের গ্রেপ্তার করার ছক এঁটেছে, যাতে কেন্দ্রের শাসক দল নির্বাচনে জিততে পারে৷’’

 

আবগারি দুর্নীতির মামলায় জেলে রয়েছেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী, কেজরিওয়ালের ‘ডান হাত’ মণীশ৷ সমনের মুখে পড়া আম আদমি পার্টির শীর্ষ নেতা কেজরিও গ্রেপ্তার হতে পারেন, এমন দুশ্চিন্তা আছে আপ নেতৃত্বের৷ তারই মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির আশঙ্কা৷

 

পশ্চিমবঙ্গের তৃণমূল মন্ত্রিসভার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা৷ এখন জেলে পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক৷ তৃণমূলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সিবিআই ও ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন৷

 

মমতা ও অভিষেক একাধিকবার গ্রেপ্তার নিয়ে কথা বলেছেন৷ দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য আগেই শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে৷ জ্যোতিপ্রিয়ের গ্রেপ্তারের পর মমতা বলেন, ‘‘বিজেপির লক্ষ্য হল সব বিরোধী নেতাদের জেলা পোরা৷ যাতে বিরোধীশূন্য দেশে বিনা বাধায় ভোটে জিততে পারে তারা৷’’ অভিষেক বলেছেন, ‘‘কেন্দ্রীয় সংস্থা দিয়ে আমাদের ধমকানো-চমকানো হচ্ছে৷ গ্রেপ্তার করলেও আমরা মাথা উঁচু করে থাকব৷’’

 

বিরোধী নেতারা বারবার বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে৷ কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করার নালিশ জানিয়েছে৷ চলতি মাসেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অরবিন্দ কেজরিওয়াল৷ ভাই জেলের পথে, দিদিও ভবিষ্যতে সেখানে যাবেন।” সূত্র: ডয়েচে ভেলে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট