চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রগতিশীল দেশের তালিকার শীর্ষে সৌদি আরব

কামাল পারভেজ অভি, সৌদি প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৯ | ৪:৪০ অপরাহ্ণ

সৌদি আরবের সংবাদপত্র রবিবার তাদের সম্পাদকীয়তে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন বিষয় তুলে ধরেছে। আল-ইয়াউম সংবাদপত্র তাদের সম্পদকীয়তে বলেছে, সংস্কার ও উন্নয়ন অভিযাত্রায় বিশ্বের অধিক প্রগতিশীল দেশ হিসেবে বিশ্বে সৌদি আরবের অবস্থান প্রথম সারিতে।

বিশ্ব ব্যাংক গ্রুপের ‘ইজি অব ডুয়িং বিজনেস ২০২০’ শীর্ষক জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে ওই সংবাদপত্র এসব কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, সংস্কারের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিশ্বে সৌদি আরবের অবস্থান প্রথম সারিতে রয়েছে। দেশটির ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এগিয়ে যেতে এসব পদক্ষেপ নিচ্ছে। সংবাদপত্র তাদের সম্পাদকীয়তে বলেছে, সৌদি আরব তাদের ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনে বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। তারা এ লক্ষ্য অর্জনে চতুর্থ শিল্প বিপ্লবের কৌশল হাতে নিয়েছে। সৌদি আরব রিয়াদে চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্র উদ্বোধন করেছে।

ওই সংবাদপত্রে আরো বলা হয়, রিয়াদ ভিত্তিক চতুর্থ শিল্প বিপ্লব কেন্দ্র কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ডাটা পলিসি, ইন্টারনেট সামগ্রী, আধুনিক নগরী ও রোবোটিকের মতো উদিয়মান প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেছে।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট