চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

লটারিতে ৫৮ লাখ টাকার গাড়ি জিতলেন বাংলাদেশি

ইউএই প্রতিনিধি

৪ আগস্ট, ২০২৩ | ৬:১১ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি লটারিতে ৫৮ লাখ টাকার মূল্যের জিপ র‍্যাংলার (Wrangler) জিতেছেন। তার নাম মিন্টু চন্দ্র। তিনি গ্রিন সিটি অনলাইনে সেলুন কর্মচারী হিসেবে কাজ করছেন। আবুধাবি এয়ারপোর্টের ‘ড্রিম কার র‍্যাফেল ড্র’ তে মিন্টু চন্দ্র এই গাড়ি জেতেন।

 

তিনি গত ৮-৯ বছর ধরে আবুধাবি ডিউটি ফ্রি র‍্যাফেল টিকেট কিনছেন। কিন্তু এর আগে ভাগ্য অধরাই ছিল। এবার আল আইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিগ টিকেট কাউন্টার থেকে তিনি ১৫০ দিরহাম দিয়ে তার ভাগ্যবান টিকেটটি ক্রয় করেছিলেন।

 

মিন্টু চন্দ্র লটারি জয়ের পর প্রতিক্রিয়ায় বলেছেন, আমার বিশ্বাসই হচ্ছে না আমি গাড়ি জিতেছি। তিনি প্রথম তার ভাইয়ের কাছ থেকে লটারি জয়ের সংবাদ পান।

 

মিন্টু ২০০৯ সাল থেকে আবুধাবির আলআইনে বসবাস করছেন। তার বহুদিনের স্বপ্ন ছিল নিজস্ব একটি সেলুন প্রতিষ্ঠা করা এবং স্ত্রী-সন্তানকে আমিরাত নিয়ে আসা। এবার তার স্বপ্নপূরণ হবার পালা। তার স্ত্রী ও দুই সন্তান লটারি জয়ের সুসংবাদে আনন্দে আত্মহারা।

 

বৃহস্পতিবার (৩ আগস্ট) আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যারাইভাল হলে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট