চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

অটাম ২০২৪ সেমিস্টার

সিআইইউতে গান আড্ডা কথামালায় অনুষ্ঠিত হল ওরিয়েন্টেশন

বিজ্ঞপ্তি

৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৩৯ অপরাহ্ণ

গান, কথামালা, আড্ডা আর কবিতার মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল অটাম ২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

 

সম্প্রতি নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সদস্য দিলরুবা আহমেদ।

 

অনুষ্ঠানে তিনি প্রতিটি শিক্ষার্থীকে এক-একজন উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে চাকরি করবে না। তারা মানুষকে চাকরি দেবে। সমাজকে নিজ গুণে আলোকিত করবে।

 

দিলরুবা আহমেদ চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় সিআইইউর শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার দ্বিতীয় কনভোকেশনের প্রস্তুতি এবং স্থায়ী ক্যাম্পাস নিয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

তিনি বলেন, সিআইইউ সবসময় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বদ্ধপরিকর। আর সেই ধরনের ধারণা থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কিংবা গবেষণার মানে গুণগত ধারা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআইইউর ট্রেজারার অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. রশীদ আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেন গুপ্ত, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন সার্মেন রড্রিক্স, সিআইইউর প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।

 

দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষে ছিল সিআইইউ কালচারাল ক্লাবের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন সিআইইউ কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট