চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

চবিতে উপ-উপাচার্য পদে ড. শামীম উদ্দিন খানের যোগদান

চবি সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেছেন তিনি।

 

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদানের পূর্বে ড. শামীম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে সাক্ষাৎ করেন।

 

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুসারে ৪ (চার) বছরের জন্য উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

 

পরিচয় :

 

প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের গ্রেড-১ অধ্যাপক। তিনি ২০০৪ সালে ভারতের দার্জিলিংয়ের ইউনিভার্সিটি অব নর্থ বেঙ্গল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বিএসসি (অনার্স) এ প্রথম শ্রেণিতে ষষ্ঠ স্থান ও এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে তিনি ১৯৮৫ সালে চৌমুহনী এস. এ. সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে কাদিরপুর মাল্টি হাইস্কুল থেকে প্রথম শ্রেণিতে এসএসসি পাশ করেন। শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিএসসি (অনার্স) এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৃত্তি, এমএসসিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৃত্তি, এইচএসসি ও এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড বৃত্তি লাভ করেন।

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৯৪ সালে প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের শিক্ষকতা জীবন শুরু হয়। এরপর তিনি ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করে পরবর্তীতে একই বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ২০০৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এছাড়াও তিনি ১৯৯৫ থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এ অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। 

 

প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রফেসর ক্যাটাগরিতে নির্বাচিত সিন্ডিকেট সদস্য। তাছাড়া তিনি একাধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক, চবি এসোসিয়েশন অব একাডেমিক এটমোসফেয়ার প্রটেকশন কমিটির সদস্য, চবি একাডেমিক কাউন্সিলের সদস্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এলামনাই এসোসিয়েশনের সদস্য, ঢাকাস্থ ইসলামিক ইকোনোমিক রিসার্চ ব্যুরোর সদস্য, বাংলাদেশ গণিত সমিতির আজীবন সদস্য, গ্লোবাল এন্টারপ্রেনরশিপ মনিটর (জিইএম) বাংলাদেশ ন্যাশনাল টিমের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এন্টিঅপ্রেশন টিচার্স ইউনিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এলামনাই এসোসিয়েশনের সভাপতি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর একাডেমিক কাউন্সিলের সদস্য। তাছাড়া তিনি চবি শাহজালাল হল ও শাহ আমানত হলের জেষ্ঠ্য আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার তত্ত্বাবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রজেক্ট পেপার তৈরিসহ ইতোমধ্যে ১ জন এমফিল গবেষক এবং ছয়জন পিএইচডি গবেষক ডিগ্রি লাভ করেছেন।

 

শিক্ষক-গবেষক প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের ১টি গ্রন্থ, ৪৭টি গবেষণামূলক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও ৮টি সেমিনারে অংশগ্রহণ ও সাতটি পেপার উপস্থাপনসহ অসংখ্য প্রজেক্ট ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জানার্ল অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর সদস্য এবং ২০২০-২০২১ সালের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ বেশ কিছু জানার্লের রিভিও করেছেন। তিনি পেশাগত ও ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, নেপাল ও ভুটান ভ্রমন করেছেন।

 

প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের অন্যন্য প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার মধ্যে রয়েছে নোয়াখালী সমিতি, সেনবাগ সমিতি, সেনবাগ ফাউন্ডেশন, সেনবাগ ওরিয়েন্ট স্কুল এন্ড কলেজ, এঙ্কর ট্রেড লিংক লিমিটেড ও সেনবাগ ছা্ত্র সমিতির উপদেষ্ঠা, ইটিসি ফাউন্ডেশন, ইসিটি রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ, পিএসডিপি বাংলাদেশ ও সেনবাগ স্কুল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য।

 

প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ১৯৬৮ সালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু তাহের খান ও মাতা ফিরোজা বেগম। তিনি ২ সন্তানের জনক।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন