চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

টেকনাফ সংবাদদাতা

২১ নভেম্বর, ২০১৯ | ১১:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাস স্টেশন ও মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, হ্নীলা বাস স্টেশন এবং মৌলভীবাজারের প্রধান সড়কের পাশে অবৈধভাবে প্রভাবশালীদের ছত্রছায়ায় গজিয়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট ভেঙ্গে দখলমুক্ত করা হয়। এসব অবৈধ স্থাপনার কারণে যানজট সৃষ্টির পাশাপাশি প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।

তিনি আরো জানান, স্থানীয় জনগণের স্বার্থে এ অভিযান সামনেও অব্যাহত থাকবে। কারো ছত্রছায়ায় আবারও অবৈধ দখলের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযান পরিচালনার সময় হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ-কাশেম-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট