চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিমানের ২০০ কোটি টাকার বেদখল সম্পত্তি উদ্ধার

২ নভেম্বর, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেদখল হওয়া প্রায় ২০০ কোটি টাকা মূল্যমানের জমি উদ্ধার করা হয়েছে। এক অভিযানের মাধ্যমে এ জমি উদ্ধার হয় বলে গত বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান।

তিনি বলেন, মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সরাসরি তত্ত্বাবধানে নির্বাহী হাকিম জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১৩ কাটা ৮ ছটাক জমি দখলমুক্ত করা হয়। -বিডিনিউজ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৭ সালের ১২ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত নবসৃষ্ট ৬, ৮ ও ১০ প্লটের এ জমি বিমানকে ৯৯ বছরের জন্য ইজারা দিয়েছিল। পরে ১৯৮৯ সালের ২৬ জুন কতিপয় ভূমিদস্যু জায়গাটি বেআইনিভাবে দখল করে। বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের নজরে এলে তিনি বেদখলকৃত জায়গাটি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট