চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

শব্দদূষণ : আকবরশাহ মোড়ে একাধিক যানবাহনকে জরিমানা

অনলাইন ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৪ | ৯:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধিতে নগরীর আকবরশাহ মোড় এলাকায়  হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে একাধিক  যানবাহনকে ৫ মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বুধবার (২৪ এপ্রিল) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

এসময় তিনি উচ্চমাত্রায় হর্ণ না বাজানোর ব্যাপারে চালকদের সর্তক করেন। অডিওমিটার দ্বারা প্রত্যেটি যানবাহনের হর্ণের শব্দের তীব্রতা মাপা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ এবং আকবরশাহ থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

এর আগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অফিস। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট