চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘খামার ব্যবস্থাপনায় এন্টিবায়োটিক ব্যবহার’ বিষয়ক কর্মশালা টেকনাফে

৩১ অক্টোবর, ২০১৯ | ৪:১১ পূর্বাহ্ণ

টেকনাফে লেয়ার ও ব্রয়লার খামারিদের নিয়ে ‘খামার ব্যবস্থাপনায় এন্টিবায়োটিক ব্যবহার ও ব্যবসায়িক আইনিবিধি’ বিষয়ক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে ইউএনএইচসিআর এর আর্থিক সহায়তায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিস (সিএনআরএস) ইমপ্রুভড ন্যাচারাল এনভায়রনমেন্ট এন্ড পিফুল কোএকজিসটেন্স ফর রিফিউজিস এন্ড হোস্ট কমিউনিটিস প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিএনআরএস লাইভলি হুড অফিসার শাহ কামাল হোসেনের সঞ্চালনায় অনু্িঠত কর্মশালায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াহেদুল আলম (হুমায়ূন)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শওকত আলী, উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মো. মহিবুল্লাহ, ইউএনইচসিআর এর প্রতিনিধি নহিদ হাসান রাজু, উপজেলা সিএনআরএস প্রকল্প ব্যবস্থাপক এমএ হাসান মুন্না, কোঅর্ডিনেটর প্রিয়াল মুৎসুদ্দি প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, ‘অনেক খামারি না জেনে না বুঝে মাত্রাতিরিক্ত যত্রতত্র এন্টিবায়োটিক ব্যবহার করছে। এতে মানুষের স্বাস্থ্যের উপর অনেক খারাপ প্রভাব ফেলছে। তাছাড়া এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আইন রয়েছে। সেসব আইন মেনে খামারিরা এন্টিবায়োটিক ব্যবহার করছেনা। নিয়ম না মেনে খামার ব্যবস্থাপনা ও ব্যাপক হারে এন্টিবায়োটিক ব্যবহারের কারণে মহামারির মতো ‘সুপার বাগ’ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট