চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্কাউটসের সর্বোচ্চ এওয়ার্ড পেলেন কর কমিশনার আরিফ

৩১ অক্টোবর, ২০১৯ | ৩:০৫ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে কর কমিশনার ও সাবেক রোটারী গভর্নর এম এম ফজলুল হক আরিফকে স্কাউটিংয়ে তাঁর অসামান্য অবদানের জন্য বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ জাতীয় এওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ প্রদান করেছেন। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলে দেশ-বিদেশের কৃতী ১২ জন স্কাউটারকে স্কাউটসের এ বিরল সর্বোচ্চ এওয়ার্ড প্রদান করা হয়। কর কমিশনার আরিফ ইতিপূর্বে সকল বিসিএস ক্যাডারের প্রশিক্ষণার্থীদের মধ্যে বিপিএটিসিতে প্রথম স্থান অধিকার করে রেক্টরর্স স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভারদের সর্বোচ্চ এওয়ার্ড প্রেসিডেন্টস্ রোভার স্কাউট এওয়ার্ড, শ্রেষ্ঠ রোটারী ক্লাব সভাপতি হিসেবে গভর্ণর স্বর্ণপদক প্রাপ্ত। দেশের ৮১ বছরের রেকর্ড ভেঙ্গে রোটারী ফাউন্ডশনে মিলিয়ন ডলার তহবিল গঠনে কার্যকর নেতৃত্বের জন্য রোটারী সাবেক গভর্নর আরিফকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।স্কাউটিং এ অবদানের জন্য তিনি ইতিপূর্বে চীফ ন্যাশনাল কমিশনার এওয়ার্ড, স্কাউটসের সভাপতি এওয়ার্ড এবং দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় এওয়ার্ড প্রাপ্ত হন। স্কাউটসের জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্কাউটস্ ফাউন্ডেশনের রেকর্ড তহবিল সংগ্রহে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট