চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

৩১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

১ মার্চ, ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে ৩১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী নূরে আলম প্রকাশ নুরুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান।

 

তিনি জানান, গতকাল রাতে আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড়কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩০টিরও বেশি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট