বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে গরিব প্রতিবেশীদের সাথে ভাগ করে ইফতার ও সেহেরি খাবেন। মনে রাখবেন- আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় ঘুমাতে গেলে কিয়ামতের ময়দানে আপনিই সবার আগে ধরা খাবেন। তাই জামায়াতের কর্মী রমজানে বেশি বেশি দান করা উচিত।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুলকবহর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত আসন্ন মাহে রমজানের প্রস্তুতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আমির তৌহিদ আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী ও থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক।
ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় এতে সাংগঠনিক ওয়ার্ডের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ