আকবরশাহে দুই শতাধিক শীতার্ত মানুষের কম্বল বিতরণের মাধ্যমে পাশে দাঁড়ালো বিএনপি। আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর উদ্যোগে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ব কলোনী সি-ব্লক মসজিদের পাশে মার্কেট প্রাঙ্গনে এই কম্বল বিতরণ করা হয়।
আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পলাশ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের পক্ষে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, সকল ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে। দেশের জনগণ সুখে থাকবে, শান্তিতে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম তুহিন, বিএনপি নেতা মো. আলী আক্কাছ, এডভোকেট কামরুল হাসনাত চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, সাইফুল ইলাম শুভ, কফিল উদ্দীন নজরুল, মহিউদ্দিন, আবু হানিফ, নূর নবী টিপু, জাহিদ ইকবাল রনি, মো. মোশারফ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশ, এম নাজিম উদ্দিন, সুমন রানা, ফাহিম, জাকির হোসেন, সাঈদ, রিপন, রাসেল, মহসিন, মান্না, সোহাগ, কামাল, সুমন, আসিফ, মহিউদ্দিন, বাবর, রুবেল, আকরাম, ঈসমাইল, মাহবুব ইসলাম, মোঃ বাবুল, মাস্টার বাবুল, সজল মল্লিক, রতন কুমার মালি, রাজু, হারুন প্রমুখ।
পূর্বকোণ/আরআর