চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. ছবির (৩৮), আনোয়ারা বেগম (৫৪), আয়েশা খাতুন (৫২) ও খালেদা বেগম (৫২)।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, সকালে মোহরা এলাকায় অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূর্বকোণ/পিআর